দূর দেশ
অনলাইন ডেস্ক |
রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে
660 বার
(জাকিয়া সুলতানা রুমি)
দেখা যায় যত দূরে
দৃষ্টির সীমানা ছাড়িয়ে
আকাশ হতে ইচ্ছে করে
শতশত বাঁধা পেরিয়ে
স্বপ্নগুলোকে বুকে ধরে
বাঁচতে বড় ইচ্ছে করে
হৃদয়হীন মানুষের ভীড়ে
মন কারে খুঁজে ফেরে
সুখের তরী জীবনে ভিরায়ে
ফিরতে চাই আপন নীড়ে
জীবন কাটুক তোকে ঘিরে
তুইহীনা বাঁচবো কেমন করে
দূর দেশে যাবো তোর সাথে
থাকবো দুজন একই সাথে
সুখের ঘরে তোকে নিয়ে
স্বপ্ন সাজাবো মিলেমিশে