লায়ন মোঃ গনি মিয়া বাবুল | সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 37 বার
দুর্ভিক্ষের অবসান চান
লাঙ্গল নিয়ে মাঠে যান,
পতিত জমি করলে চাষ
সুখের হবে বসবাস।
কৃষক যদি হয় ক্লান্ত
দুনিয়া হবে অশান্ত,
বীজ সার সেচ যত্ন
চাষে মিলে ফলে রত্ন।
কৃষক কৃষির উন্নয়ন
সরস মাটিতে অধিক ফলন,
খাদ্য শস্যের উৎপাদন
সুখ শান্তি নিরাপদ জীবন।
লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবিসংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি
৫১,৫১/১, পুরানা পল্টন (৯ম তলা), ঢাকা-১০০০।
বাংলাদেশ সময়: ১০:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel