লায়ন মোঃ গনি মিয়া বাবুল | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 122 বার
দুর্নীতির সংক্রামক রোগে
সাধারণ জনতা ভোগে,
যারা দুর্নীতি করে
তারা থাকে সুখে!
দেশ ধ্বংসের পথে।
সত্য অবনত বেশে
মিথ্যা চলে এগিয়ে,
দুর্নীতির ছলে বলে
দূর্ভোগ যাচ্ছে বেড়ে।
শহর কিংবা গ্রামে
দুর্নীতি ব্যাধির জ্বরে
মানুষ মরছে ধীরে
আমরা বাঁচব কি করে
দুর্নীতি দূর না হলে?
দুর্নীতি বিরোধী অভিযানে
প্রত্যেকে জনে জনে
এসো এক পতাকাতলে।
পরিচিতঃ লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ সময়: ৮:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel