
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা বিভাগের প্রধান পরিচালক আবদুল্লাহ্-আল্-জাহিদকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক দাউদ হোসেন চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়। এছাড়া উপ-পরিচালক আনোয়ারুল হককে পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আবদুল্লাহ আল জাহিদ থাইল্যান্ডের এআইটি থেকে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া থেকে বিশেষ কোর্স সম্পন্ন করেন। চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং আমেরিকার আটলান্টা থেকে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দীর্ঘদিন থেকে তিনি দুদকের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
Posted ৯:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।