ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মোঃ নিজাম উদ্দিন নবীনগর | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসকাবে সাবেক সভাপতি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি মাহাবুব আলম লিটনের বাড়িতে তার বড় ভাই সামছুল আলম শ্যামলের ঘরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। গতকাল রবিবার (০৪/০৪/২০২১ ইং )দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। চুরের দল ষ্টীলের আলমারি ও ষ্টিলের ফাইলকেবিনেট ভেংগে নগদ ১,২০,০০০ টাকা কিছু স্বর্ণাংকার নিয়ে যায়। খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ পুলিশ টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানায়,নবীনগর পৌরসভা সদর আদালত মাকের্টের পিছনে ওই সাংবাদিকের বাড়ি। তার বড় ভাই বোনের ঘর নির্মানের টাকা ও মেয়ের বেতনের টাকা ব্যাংক থেকে তুলে ঘরে ফাইল কেবিনেটের ড্রয়ারে রেখে ঘর তালা দিয়ে পশ্চিম পাড়ায় মেয়ের বাসায় যান। তার স্ত্রী সরকারি চাকুরীজীবি হিসাবে কর্মস্থলে ছিলেন। বাড়ি সকলে কর্মজীবী হওয়া সবাই ঘরের বাইরে ছিলেন। বাড়ি খালি থাকায় সেই সুযোগে ঘরের দরজা কবজী খুলের ঘরে ঢুকে উক্ত মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় চুরেরা সিসি ক্যামারার মটেম খুলে নিয়ে যায় । থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, আমরা অভিযোগ নিয়েছি, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
Posted ৬:১০ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।