দিনাজপুর প্রতিনিধঃ পিসি দাস | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী মেধ্যাপাড়া ৬নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের কন্যা মোছাঃ রাবেয়া খাতুন ৯নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমানের বিরুদ্ধে কালিতলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। প্রাপ্ত অভিযোগ তিনি বলেন, গত ১৭ ফেরুয়ারী ২০২১ তারিখে দিনাজপুরের স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় উক্ত ইউ’পির সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান গং তালাকের মধস্থতা করিয়ে দেওয়ার বিষয়ে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করেছে। এই কারণে রাবেয়া খাতুন এহেন নোংরামী কর্মকান্ডের বিষয়ে বর্তমান চেয়ারম্যান জিয়াউর রহমান বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানায়। সদর উপজেলার খানপুর খুদিহার গ্রামের আনোয়ার ও শাহানাজ বেগমের পুত্র সবুজ আহমেদের সাথে রাবেয়া খাতুনের প্রেমের সম্পর্কের এক পর্যায়ে ইসলামী শরিয়ত মোতাবেক ১০ লক্ষ টাকা দেন মোহরে বিবাহ হয়। বিষয়টি উভয়ের পরিবারের অভিভাবকগণকে জানালে তারা এই বিয়ে মেনে নেয় না। পরবর্তীতে উভয়ের অভিভাবক একমত হয়ে ২০ ডিসেম্বর’২০২০ তারিখে পৌরসভার ৬নং ওয়ার্ডের নিকাহ্ রেজিষ্টার কাজী আব্দুল করিমের মাধ্যমে ৫ লক্ষ টাকা দেন মোহর ধার্য করে বিয়ে সম্পন্ন হয়। তিন দিন ঘর সংকার করার পর শ্বশুর আনোয়ার শাশুড়ী শাহানাজ বিয়ের বিষয়টি মেনে নিতে অস্বীকার করে এবং স্বামী সবুজকে কানপড়া দিয়ে বুঝানোর কারণে সেও অস্বীকার করে। এহেন পরিস্থিতিতে রাবেয়া খাতুন সুষ্ঠু সমাধানের আশায় ৯নং আস্করপুর ইউ’পি চেয়ারম্যান জিয়াউর রহমানের নিকট যায়। তিনি সবকিছু শুনে সমূদয় দেন মোহর আদায় করে সমাধান করে দিবেন মর্মে ১ লক্ষ টাকা দাবী করে। রাবেয়া আক্তার তার পিতা-মাতাকে নিয়ে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের নিকট যায়। তিনি ঘটনার বিষয়গুলো মনোযোগের সাথে শ্রবণ করে ২৩ ডিসেম্বর ২০২০ উভয়পক্ষের অভিভাবককে নিয়ে খানপুর বাজারে মরহুম আব্দুল দালাত মিয়ার মিল চাতালে সকাল ১০ টায় শালিসী বৈঠক বসে। উক্ত বৈঠকে সাবেক ইউ’পি সদস্য মোঃ জবেদ আলী শাহ্, মোঃ ফারক হোসেন ও মোঃ মমিনুল ইসলাম এবং প্রতিপক্ষের ছিলেন সাবেক ইউপি সদস্য মাজেদুর রহমান, আকরাম আলী ও আনোয়ার হোসেন। উভয়পক্ষের সম্মতিতে শালিসী বৈঠকে প্রধান শালিসদার করা হয় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেনকে। শালিসী বৈঠকে সবুজ আহাম্মেদ সকলের উপস্থিতিতে লিখিতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলেন ঘর-সংসার করবেন না মর্মে রেজিষ্টার মূলে তালাক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। শালিসী বৈঠকের উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টির মিমাংসার জন্য আলোচনার সিদ্ধান্ত মোতাবেক খোরপোষ বাবদ দেন মোহর ৫ লক্ষ টাকার স্থলে ৪ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদান পূর্বক রেজিষ্ট্রেশন তালাকনামায় স্বাক্ষর প্রদানের মাধ্যমে বিবাহ বিচছেদদের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১৭ জানুয়ারী ৬নং আউলিয়াপুর ইউ’পির নিকাহ্ রেজিষ্টার মিজানুর রহমানের নিকট তালাকনামায় সহি স্বাক্ষর হয়। ২৫ জানুয়ারী ছেলেপক্ষ শালিসী বৈঠকের প্রধান সাবেক ইউ’পি চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেনের নিকট ৪ লক্ষ ৩৫ হাজার টাকা জমা করে। ছেলেপক্ষের দু দফা আপীলের প্রেক্ষিতে ৪০ হাজার টাকা মওকুফ করা হয়। ২৮ জানুয়ারী ২৩ জন সাক্ষীর উপস্থিতিতে ৪ লক্ষ ৩৫ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়। ২ ফেরুয়ারী ছেলেপক্ষ শালিসী বৈঠকের নিকট হতে যাবতীয় কাগজপত্র, টাকা প্রদানের প্রাপ্তি স্বীকারের ফটোকপি লিখিতভাবে বুঝে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের একটি সাপ্তাহিক পত্রিকায় বর্তমান চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মনগড়া ভাবে সংবাদ পরিবেশন করে সাবেক ইউ’পি চেয়ারম্যান মোশারফ হোসেনের চরিত্র হনন করে সম্মান ক্ষুন্ন করার ঘৃণ্য ষড়যন্ত্র করায় দিনাজপুর কালিতলা প্রেস ক্লাবে রাবেয়া খাতুন লিখিতভাবে সংবাদ সম্মেলন করেছে।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।