পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি: | মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | পড়া হয়েছে 35 বার
২৩ মে’২০২৩, মঙ্গলবার দিনাজপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তির অগ্রদূত হিসাবে ‘জুলিও কুরি” পদক প্রাপ্তির পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষ্যে দিনাজপুর প্রেসক্লাব চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দলীয় নেতা -কর্মী উপস্থিত ছিলেন , দিনাজপুর শিল্পকলা একাডেমির সন্মূখ চত্ত্বরে রঙ্গিন বেলুন উড়িয়ে উল্লেখযোগ্য এই দিনের গৃহীত কর্মসূচী সম্পন্ন করা হয়।
সেইসাথে আগামী ২৮ মে ২০২৩ রবিবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক এই দিনটির অনূষ্ঠিতব্য সকল কর্মসূচীর সাথেও সংহতি প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ৮:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel