পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি ॥ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
অবশেষে দিনাজপুরবাসীর প্রাণের দাবী পুরণ হলো আজ। গতকাল শনিবার দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী পুনর্ভবা নদী খনন কাজ শুরু হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১১৪ কোটি টাকা। গত ১২ জানুয়ারী অর্থমন্ত্রী মোস্তফা কামালের সভাপতিত্বে ভাচ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর খনন কাজের অনুমোদন দেয়া হয়। পুনর্ভবা নদীর ৩৩ কিলোমিটার খনন কাজ ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ৫৬০ টাকা। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, শনিবার সকাল সাড়ে ১১টায় বীরগঞ্জ উপজেলার প্রাণনগর মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্ভ মাঠে পুনর্ভবা নদীর খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ছৌধুরী এমপি। এসময় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ বাংলাদেশেল অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এর উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। নদীটি খনন হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দিনাজপুর সদর, কাহারোল, বিরল ও বীরগঞ্জ উপজেলার কৃষকরা। নদীটি খননের ফলে নদীতে পানি সব সময় থাকবে। অপরদিকে দিনাজপুর সদর উপজেলার পুনর্ভবা নদীতে নির্মিত গোরীপুর সুইচ গেটটি নির্মানের ফলে শুস্ক মৌসুমের নদীতে বেশি করে পানি ধরে রাখতে সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ডের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পূনর্ভবা নদীর ৩৩ কিলোমিটার খনন কাজের জন্য পৃথক ৫টি প্যাকেট ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ১৬ কোটি ৪৯ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে নদীর ৫ কিলোমিটার খনন করবেন ঢাকার কনক কনস্ট্রাকশন কোং, ২৫ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯৬০ টাকা ব্যয়ে নদীর ৭ কিলোমিটার যৌথভাবে খনন কাজ করবেন মেসার্স তাজুল ইসলাম এবং বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। ৩১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪০০ টাকা ব্যয়ে পুনর্ভবা নদীর ৮ কিলোমিটার যৌথভাবে খনন কাজ করবেন নবারুণ ট্রেডার্স লিমিটেড এবং এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ২২ কোটি ২৬ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা ব্যয়ে পুনর্ভবা নদীর ৭ কিলোমিটার খনন কাজ করবেন এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড। ১৮ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬০০ টাকা ব্যয়ে নদীর ৬ কিশোটিার যৌথভাবে খনন কাজ করবেন এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড এবং আব্দুল্লাহ ট্রেডিং অ্যান্ড কোং।
Posted ২:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।