পিসি দাস, ব্যুরো প্রধান: | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ১দফা দাবিতে দিনাজপুরে নার্সরা পতাকা মিছিল করে ।
মঙ্গলবার (১৭সেপ্টেম্বর)সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সকল প্রতিষ্ঠান থেকে নার্সরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একত্রে মিলিত হয়। পরে সেখান থেকে শহরের প্রধান প্রধান সড়কে পতাকা মিছিল করে আবার হয়ে আবার মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর নার্সিং কলেজ দিনাজপুর ও কেয়ার নার্সিং কলেজ দিনাজপুর এর আয়োজনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে নার্সদের ১দফা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্ব স্ব প্রতিষ্ঠানের নার্সিং কর্মকর্তা শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ। এ সময় বক্তারা বলেন আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না।প্রশাসনিক ক্যাডারে নন নার্সদের অপসারন করে তদস্থলে নার্সদের প্রশাসনিক ক্যাডারে কর্মকর্তা হিসেবে পদায়ন করতে হবে।দীর্ঘদিন ধরে আমরা ফ্যাসিবাদী আমলাদের শোষন বঞ্চনার শিকার হয়ে আসছি।অবিলম্বে আমাদের ১০ম গ্রেডে উন্নীতকরন সহ ১দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
Posted ৪:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।