পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি: | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
প্রবীণরা সমাজের বোঝা নয়- সম্পদ। “মর্যাদাপূর্ণ বার্ধক্যঃ বিশ্বব্যাপী পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” -এই শ্লোগানকে সামনে রেখে ১ অক্টোবর ৩৪তম প্রবীণ আর্ন্তজাতিক প্রবীণ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা সমাজসেবা দপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের চত্বর অস্থায়ী কার্যালয়ে প্রবীণ সংঘের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এমএ জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মোঃ ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের সহকারী উপ-পরিচালক মোঃ মুনির হোসেন, সমিতির সহ-সভাপতি অধ্যাপক ইসমাঈল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা: চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।
মুক্ত আলোচনায় আলোচনা করেন সর্দার শফিউল আলম, ডাঃ মুহা: শহিদুল্লাহ, ডাঃ মোঃ আলতাফ হোসেন, সদস্য সুলেখা বেগম, খালেক চিশতি, সুর্বণা বেগম, প্রকৌঃ মহিউদ্দীণ আলমগীর, মোঃ জোবায়ের আলী জুয়েল ও কার্যকরী সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ ও মাহমুদুন্নবী চৌধুরী। বক্তারা বলেন, সিনিয়র সিটিজেন হিসেবে প্রবীণদের সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। প্রবীণদের জন্য পৃথক মন্ত্রনালয় আমরা দীর্ঘদিন ধরে দাবী করে আসছি, তা অচিরেই মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা বরাবর আকুল আবেদন করছি।
যে সমস্ত প্রবীণরা ইতিমধ্যে সরকারী ভাতা ভোগ করছেন তাদের ভাতা বৃদ্ধি ও নতুন করে প্রবীণদের ভাতার আওতায় আনতে হবে। প্রবীণদের অভিজ্ঞতার আলোকে দেশের উন্নয়নের কাজে তাদের মূল্যায়ন করতে হবে। মনে রাখবেন, প্রবীনরা সমাজের বোঝা নয়- সম্পদ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন অফিস সচিব মোঃ তোজাম্মেল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রবীণ সদস্য একেএম মেহেরুল্লাহ বাদল।
Posted ৪:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।