নাজমুল হাসান শুভ, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: | সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ফেনীর দাগনভূঞা উপজেলার ইউএনও নাহিদা আক্তার তানিয়ার বদলি জনিত বিদায় সংবর্ধনা ও নতুন ইউএনও নিবেদিতা চাকমার বরণ অনুষ্ঠান পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র ওমর ফারুক খানের সভাপতিত্বে ও প্যানেল মেয়র নুুরুল হুদা সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, নতুন ইউএনও নিবেদিতা চাকমা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেরাজ শারবীন, জেলা পরিষদ চেয়াম্যান খায়েজ আহম্মদ, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রাবেয়া আক্তার রাবু, জনতার বিপ্লব পত্রিকার নিবার্হী সম্পাদক নুর আহম্মেদ হিমেল, দাগনভূঞা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার আলম, আনন্দ বাজার পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি নাজমুল হাসান শুভ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ,বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামীলীগ, মহিলালীগসহ উপজেলার বিভিন্ন স্তরের মানুষ এইসময় উপস্থিত ছিলেন। পরে বিদায়ী ইউএনওকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং নতুন ইউএনওকে ফুল দিয়ে বরণ করা হয়।
Posted ৯:০৬ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।