
আব্দুল হান্নান আকন্দ, স্টাফ রিপোর্টার গাইবান্ধা : | শনিবার, ২৭ মে ২০২৩ | প্রিন্ট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার (২৭ মে/২০২৩) দুপুরে প্রকৃত ছাত্রের বদলে দাখিল পরীক্ষা দিতে এসে ম্যাজিষ্ট্রেটের হাতে ধরা পড়েছে আকাশ শেখ (১৯) নামে একছাত্র।
আকাশ শেখ পৌর এলাকার গোবিন্দপুর (চরপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসার আলীম শ্রেনীর ছাত্র।
জানা গেছে, উপজেলার খলসী দাখিল মাদ্রাসার ছাত্র মিজানুর রহমানের পরিবর্তে আকাশ শেখ গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে শুরু থেকেই দাখিল পরীক্ষা দিয়ে আসছিল। গতকাল শনিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেন্দ্র পরীদর্শনে যান।
ইউএনও আরিফ হোসেন জানান, দুপুরে ওই কেন্দ্র পরিদর্শনকালে দেখা যায় প্রবেশপত্রের সঙ্গে আকাশের ছবি’র কোন মিল নেই। পরে ম্যাজিষ্ট্রেটের নিকট আকাশ মিজানুরের পরিবর্তে বদলী পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করায় তাকে এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোঃ ইজার উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালতের নির্দেশে আকাশ শেখকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Posted ১০:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।