তানোর, রাজশাহী প্রতিনিধি: | শনিবার, ১২ মার্চ ২০২২ | প্রিন্ট
তানোর কলমা ইউপির দরগাডাঙ্গা বাজারে মেসার্স রাফসান ট্রেডার্সের দোকান ঘরে লাগানো একটি সিসি ক্যামেরা রাতের আঁধারে দুঃস্কৃতিকারিরা ঢিল মেরে ভেঙ্গে ফেলেছে। জানা গেছে গত ৯ মার্চ (বুধবার) দিবাগত রাতে রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউপির দরগাডাঙ্গা বাজারে মেসার্স রাফসান ট্রেডার্সের দোকান ঘরে লাগানো একটি সিসি ক্যামেরা রাতের আঁধারে কে বা কারা ঢিল মেরে ভেঙ্গে ফেলেছে। এই বিষয়ে বনিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন তুমি আমাকে জানিয়েছো আমি বিষয়টা দেখছি। মেসার্স রাফসান ট্রেডার্সের প্রোঃ ও (স্থানীয়-সাংবাদিক) সানাউল্লাহ স্বপন জানান, কতিপয় অসাধুচক্র আমার হার্ডওয়ারের দোকানের ডাকাতি করার উদ্দেশ্যে, রাতের আঁধারে সিসি ক্যামেরা ঢিল মেরে ভেঙ্গে ফেলেছে। আমার দোকানটি দরগাডাঙ্গা বাজার বনিক সমিতির নৈশপ্রহরীদের ডিউটির তালিকাভুক্ত, কিন্তু গত দুই মাস থেকে কতৃপক্ষ নৌশ-প্রহরীদের বেতন বাবদ ধার্যকৃত চাঁদা নেয় না। এবিষয়ে তানোর থানা অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন ভালোভাবে ক্যামেরাটা লাগিয়ে রাখেন লিখিত অভিযোগের পরে আমি ব্যবস্থা নিচ্ছি।
Posted ১২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।