• শিরোনাম

    দপ্তরি রাকিব খান চাকরিচ্যুত!

    সাদেকুল ইসলাম পনির , গফরগাঁও (ময়মনসিংহ) | শনিবার, ২৯ মে ২০২১ | পড়া হয়েছে 327 বার

    দপ্তরি রাকিব খান চাকরিচ্যুত!

    apps
    ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধান শিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অপরাধে অভিযুক্ত দপ্তরি-কাম নৈশ্য প্রহরী রাকিব খানের চাকুরীর চুক্তিনামা বাতিল (চাকরিচ্যুত) করেছেন কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ মে) সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদের নেতৃত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, সংশ্লিষ্ট ক্লাষ্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সবুজ মিয়া ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে।
    এ সময় ওই ঘটনার সময় উপস্থিত থাকা লোকজনের সাথে কথা বলে অভিযুক্ত দপ্তরি-কাম নৈশ্য প্রহরী রাকিব খানের চাকুরির চুক্তিনামা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।
    এর আগে বৃহস্পতিবার (২৭ মে) সকাল থেকে উপজেলার ১৫৬নং বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা খানম সহকারি শিক্ষকদের নিয়ে বিভিন্ন ব্লকে পাঠদান শেষে দুপুর ২টার দিকে বিদ্যালয়ে আসেন। কিন্তু অফিস ও শ্রেণী কক্ষের আসবাবপত্রে ধুলাবালি জমে থাকায় প্রধান নিলুফা খানম বিদ্যালয়ের দপ্তরি রাকিব খানকে পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। এতে দপ্তরি ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালমন্দ শুরু করে। প্রতিবাদ করায় দপ্তরি রাকিব খান উত্তেজিত হয়ে লোকজনের সামনেই প্রধান শিক্ষিকাকে ঘুষি মারে ও গায়ের ওড়না ধরে টান দেয়। এতে অপমানিত হয়ে প্রধান শিক্ষিকা ঘটনাস্থলে কান্নাকাটি করতে থাকেন।
    অন্যদিকে, শুক্রবার ভোরে বারইহাটি বটতলা এলাকা থেকে অভিযুক্ত রাকিব খানকে পাগলা থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসেন।
    এ ব্যাপারে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সবুজ মিয়া বলেন, ‘সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ স্যারের নেতৃতে সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। যে কারণে অভিযুক্ত দপ্তরি-কাম নৈশ্য প্রহরী রাকিব খানের চাকুরীর চুক্তিনামা বাতিল করা হয়েছে। এ ব্যাপারে চিঠি দেওয়া হবে।’

    বাংলাদেশ সময়: ১২:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৯ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ