
| শনিবার, ০৭ নভেম্বর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান “আমরা করব জয়” শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
বিশেষ চাহিদা সম্পন্ন এই অপার সম্ভাবনাময় শিল্পীদের আবেগাঞ্জলি মিশ্রিত শুভাশিস জানিয়ে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, তোমাদের এই অনন্য প্রতিভা দিয়েই তোমরা গড়বে সৃজনশীল বাংলাদেশ। এ সময় তিনি অনলাইনে প্রতিভাবান এই শিল্পীদের গান,আবৃত্তি ও ছবি আঁকা উপভোগ করেন।
জেলা শিল্পকলা একাডেমীর সদস্য ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়ার উপস্থিতিতে জেলা কালচালার অফিসার শাহেলা খাতুনের সঞ্চালনায় এ সময় বিভিন্ন নান্দনিক ও উপভোগ্য পরিবেশনা করেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিল্পী মুনিয়া, সংগীত শিল্পী সানজানা সুসান, অয়ন, তৃষা, মামুন ও চিত্র শিল্পী হাসান।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।