| বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | প্রিন্ট
(ইসলাম সাইফুল)
আমি কেন তোমাকে খুঁজি!
অদ্ভুত ভাবে খুজছি!
মনে হয় পাশেই আছো
তার পর ও দেখিনা তোমাকে!
দেখিনা কতদিন!
যতদিন চলে গেছে
অজস্র শিউলি ঝরে ।
কুয়াশা ঢাকা তোমার শরীর
ভাপে অস্পষ্ট থেকে ধীরে ধীরে
স্পষ্ট হয়।
ডাক্তার বলে আপনার চোখের ক্ষমতা কমছে
মোবাইল বা ডেস্কটপ এ চেয়ে থাকবেন না।
কিন্তু আমি চেয়ে থাকি রোজ
তোমার প্রোফাইল আর পোস্ট
দেখি আর মনে করি
আসে পাশেই আছো তুমি!
আমারও খুব শখ হয়
কিছু লিখি অশুদ্ধ ভাষায়
অসুস্থ উচচারণ এ
তোমাকে এই নিষিদ্ধ হেমন্তে
হিম হিম প্রেমে ।।
Posted ১২:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।