| বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
মোহাম্মদ কায়সার আলম
তুমি কাঁদবে! এটা আমার দৃঢ় বিশ্বাস।
তোমাকে এই নিশ্চয়তাটুকু দিতে,
আমি এক যুগ কেঁদেছি অসহ্য যন্ত্রণায়।
নির্ঘুম-বিষাদময় রাত বয়ে গেছে কত–
তারও কোনো হিসেব রাখিনি।
দু’চোখের জলে ভিজিয়েছি বালিশ
অনর্গল কেঁদেছি,রাতের তারাকে সাক্ষী রেখে-
শিমুল তুলাগুলো আজ কংক্রিটের মত শক্ত
ফেলতেও পারিনি একটা স্বস্তির নিঃশ্বাস;
তুমি কাঁদবে! এটা আমার দৃঢ় বিশ্বাস।
তোমার বিরহে অঙ্গার আমার দেহ-মন
কষ্টের প্রলয়ঙ্করে বিপর্যস্ত এই জীবন।
একাকীত্বের উদ্যানে সুখহীন শঙ্কায়
ক্রমশই ফুরিয়ে যাচ্ছে বেঁচে থাকার স্বাদ।
এতো ত্যাগ-তিতিক্ষা বহমান সত্ত্বেও
কেনো হলো, দুর্দশায় আমার গন্তব্য?
আমি আজ সর্বদিক দিয়ে দেউলিয়া–
তবুও পাইনি তোমার স্বান্তনার আশ্বাস;
তুমি কাঁদবে! এটা আমার দৃঢ় বিশ্বাস।
তোমার একঘেঁয়েমি করাঘাতে আহত
আচমকা সবকিছু অন্ধকার হয়ে গেলো–
মুহূর্তে পাল্টে গেলো একটি স্বপ্নের দৃশ্যপট।
বাকরুদ্ধ, বেদনার নীল রঙ হৃদয়ে জমায়েত
কী নিষ্ঠুর প্রেম? বিচ্ছেদের অশনিসংকেত,
অথচ সামান্যটুকু টেরও আমি পাইনি!
তুমি নির্দয়ভাবে নিজেকে গুছিয়ে নিলে।
আর আমার জীবন হলো দুঃখে নাভিশ্বাস;
তুমি কাঁদবে! এটা আমার দৃঢ় বিশ্বাস।
Posted ৯:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।