নিজস্ব প্রতিবেদকঃ | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ | প্রিন্ট
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিএইচবিএফসি মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করতঃ তা পরিপালন করছে। এরই অংশ হিসেবে আজ চট্টগ্রাম সদর হাসপাতালে করোনা আক্রান্তদের সাহায্যার্থে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লো-মিটার ও ট্রলি হস্তান্তর করা হয়।
বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এর নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন। এসময় হাসপাতালটিতে কর্মরত চিকিৎসক ও বিএইচবিএফসি চট্টগ্রাম অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একই কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি গত ২৬ আগস্ট মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ সদর হাসপাতালেও অনুরূপ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে।
Posted ৩:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।