নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে করিমগঞ্জের জঙ্গলবাড়ি ঈশাখাঁ সমাজ কল্যাণ সমিতি ও কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজ এর যৌথভাবে করোনায় লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৩০০ পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এমরান আলী ভূইয়ার সভাপতিত্বে জঙ্গবাড়ি ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেণ ঈশাখা সমাজকল্যাণ সমিতির সভাপতি এডভোকেট মীর ছাত্তার উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী রোকন উদ্দিন, জঙ্গবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন, ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাব উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জামিল আনসারী, আল আমিন লিটন, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবিব রেজা। তিনশত পরিবহন শ্রমিকের প্রত্যেককে তিন কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার তেল, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই, একটি সাবান ও মাস্ক দেওয়া হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, কেউ যাতে না খেয়ে কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রী অসহায়দেরকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। আজ যারা পরিবহন শ্রমিকদেরকে খাদ্য সহায়তা দিয়েছেন, তাদের উদ্যোগের প্রশংসা করে তনি বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সমাজের কেউ কষ্টে থাকবে না। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১০:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel