তাড়াইল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, ‘গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল (১৮জুলাই) বিকাল সাড়ে ৪টায় জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে। জানা গেছে, তাড়াইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার, উপজেলা দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম আজহার, দৈনিক আমাদের নতুন সময় এর উপজেলা প্রতিনিধি রুহুল আমিন,সাংবাদিক রবীন্দ্র সরকার প্রমূখ। তাড়াইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ বলেন, এ পেশায় কিছু সাংবাদিক আছেন, যারা দুর্নীতির মতো দৈন্যতা ও নিন্দনীয় কাজ করেন, অথবা নৈতিকতার বাহিরে গিয়ে দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেন। এরা হলো সাংবাদিক নামের কলঙ্কিত ব্যক্তি। সাংবাদিকদের উচিৎ সত্য সংবাদ মানুষের কাছে তুলে ধরা। তিনি আরো বলেন, সমাজ ও জাতিকে ভালো কিছু দিতে হবে লেখনীর মাধ্যমে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য পরিণত করার হীন মানসিকতা দূর করতে হবে অন্তর থেকে। লোভ লালসা থেকে বেরিয়ে এসে সত্য জয়ের মানসিকতায় এগিয়ে যেতে হবে। তবেই এ পেশার মর্যাদা বৃদ্ধি পাবে, সম্মানিত হবে মহান পেশায় নিয়জিত কর্মীরা প্রতিটি স্তরে। বিশেষ অতিথি তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন সরকার বলেন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে প্রত্যেকের। অপসাংবাদিকতার খোলস থেকে বেরিয়ে আত্মগঠনে নিয়োজিত হতে হবে সবাইকে। কলমি শক্তির মাধ্যমে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করতে হবে। কাউকে কটাক্ষ করা বা উপেক্ষা করার পরিবর্তে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাড়াইল উপজেলা প্রেসক্লাব এর সকল সদস্যবৃন্দসহ আরো অনেকেই উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।