তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি: | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
কিশোরগঞ্জের তাড়াইলে ১৫মিটার দীর্ঘ সেতু উদ্ভোধন করা হয়েছে। জানা গেছে,গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা থেকে জেলা সদরে যাতায়াতের জন্য তালজাঙ্গা ইউনিয়নের চর তালজাঙ্গার সড়কঘাটা সংলগ্ন তাড়াইল-নীলগঞ্জ সীমানাঘেরা ১৫মিটার দীর্ঘ সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) সংসদীয় আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু সেতুটি উদ্ভোধন করেন।উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার,উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী,আওয়ামীলীগ নেতা তালজাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান আশিক,জাতীয় পার্টির উপজেলা আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন মিয়া,জাওয়ার ইউপি’র সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুজন,তালজাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদ,ধলা ইউপি’র সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন,জাওয়ার ইউপি’র আওয়ামীলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ,জাতীয় পার্টির নেতা ফরিদুজ্জামান বাদল,আশরাফুল আলম রুবেল,রাজু শিকদার প্রমূখ। উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান,তাড়াইল উপজেলা হতে নীরগঞ্জ জিসি রাস্তার ৮হাজার ৭৪২ মিটার চেইনেজে ১৫ মিটার দীর্ঘ এক কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে নতুন করে গড়া আরসিসি গার্ডার এই সেতুটি দেশ স্বাধীন হওয়ার আগে বানানো। মেয়াদ শেষ হওয়ার কারনে এই সেতুটি গত দুই বছর পূর্বে হঠাৎ করেই ধ্বসে পড়ে।ফলে উপজেলা সদর থেকে নীলগঞ্জ হয়ে জেলা সদরে সরাসরি যাতায়ত বন্ধ হয়ে যায়।প্রায় ৩০ বছর পূর্বে এই সেতুটি একবার মেরামত করা হয়েছিল।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।