তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | রবিবার, ২২ আগস্ট ২০২১ | প্রিন্ট
কিশোরগঞ্জের তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে নয় হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস। জানা গেছে, রবিবার (২২আগষ্ট) বিকাল ৫টার দিকে উপজেলা সদর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ২৩৮,৪৯ ও ৫১ধারায় ৬জন ব্যাবসায়ীকে ৯হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার এবং ভূমি অফিসের নাজির আবদুল মমিন। ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন তাড়াইল থানা পুলিশ। মনোনীতা দাস জানান, সরকারি নির্দেশ অমান্য করে কিছু অসাধু ব্যাবসায়ী অধিক লাভের আশায় ব্যাবসা পরিচালনা করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন,এটা একটা চলমান প্রক্রিয়া।জনস্বার্থে এ প্রক্রিয়া চলমান থাকবে।
Posted ৬:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।