| শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি: নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি মনজুর এলাহী বলেছেন, তারেক আহমেদ ছিলেন নরসিংদী বিএনপির শক্ত ফাউন্ডেশন। তিনি ছিলেন আমাদের ছায়া, ভরসার স্থল। ফলে তারেক আহমেদ এর মৃত্যুতে নরসিংদী বিএনপির যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা তারেক আহমেদ এর মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইটাখোলায় মনজুর এলাহীর অফিসে ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপিত জাকির হোসেন মোল্লা, সদস্য সচিব মুকুল সরকার, বিএনপি নেতা জমাদিউল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম মোল্লা, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মৃধা, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুব খান, তাঁতীদলের সভাপতি কাজী সাহেদ, ছাত্রদলের সভাপতি মাছুম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন প্রমুখ।
Posted ১২:৪১ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।