সানাউল্লাহ স্বপন,তানোর (রাজশাহী )প্রতিনিধি: | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 82 বার
রাজশাহী তানোর উপজেলার বিল্লি বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলার বিল্লি বাজারে রেজাউল মার্কেটে মেসার্স তাহমিদ বিন রশিদের প্রো:ফারজানা ইয়াসমীনের আয়োজনে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ তৌহিদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংকের মুন্ডুমালা হাট শাখার ম্যানেজার মিঠু কুমার দেবের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। শফিকুল সরকারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ।
রাজশাহী জেলা পরিষদ সদস্য ও তানোর উপজেলা আ’লীগের সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, মেসার্স তাহমিদ বিন রশিদের প্রো: ফারজানা ইয়াসমীন, তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুনসেফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর হাতে গড়া সোনালী ব্যাংকের অবদান নিয়ে আলোচনা করেন এবং সবাইকে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সঙ্গে লেনদেন বজায় রাখতে আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১০:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel