তানোর থানার পুলিশের বিশেষ অভিযানে গতকাল ২৩ ফেব্রুয়ারী (বুধবার) রাত ২০-২০ মিনিটের সময় রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর নির্দেশনায় ও তানোর থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে, এস.আই আক্তারুজ্জামান ও এ এস. আই মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ CR-W/A মুলে (০২) দুই জন আসামী মোঃ আলাউদ্দিন, পিতা-মমিন মন্ডল, সাং-পাঁচন্দর,ও মোঃ মেহেদী হাসান বিপুল, পিতা-ইয়ার উদ্দিন, সাং-ঠাকুরপুকুর, উভয় থানা- তানোর, জেলা-রাজশাহী এবং CR-W/A মুলে এক মাসের সাজা প্রাপ্ত (০১) এক জন আসামী মোঃবকুল ইসলাম, পিতা-মোঃ শাহজাহান মুন্সি, সাং:নবনবি মূলে থানা-তানোর, জেলা, রাজশাহীদের গ্রেফতার করে, আজ সকালে ২৪/০২/২২ ইং তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।