রাজশাহী তানোর ১নং কলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চন্দন কোঠায় কৃষকের মতামতের ভিত্তিতে জেএল নং ৮৭৮ ও দাগ নং ১৬ (চন্দনকোঠায়) বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডি) এর একটি গভীর নলকূপের সেচ কার্যক্রম পরিচালনার জন্য ২০২১ইং হইতে ২০২২ইং নতুন কমিটি গঠন করা হয়। জানা গেছে, ২৬ ডিসেম্বর সন্ধারাতে চন্দন কোঠা উচ্চ বিদ্যালয় এর মাঠে বসে, কৃষকদের সম্মতিক্রমে, কামরুত জামানকে সভাপতি ও আঃ সামাদকে সাধারণ সম্পাদক এবং সাজেদুর রহমান সাজুকে ক্যাশিয়ার ও মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ বাচ্চু, মোঃ আইনুল, মোঃ মিলন, মোঃ হারেজ, মোঃ রফিকুল, মোঃ বাবু, মোঃরাজ্জাককে সাধারণ সদস্য করে ১১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পূর্বে থেকেই গভীর নলকূপটি সমিতির মাধ্যমে চলমান ছিল। পূর্বের কমিটি বিলুপ্ত করে গত কাল সন্ধা থেকে রাত ৮.টা পর্যন্ত আলোচনা পর্যালচনা শেষে পূর্বের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে বিলুপ্ত ঘোষনা করে এই নতুন কমিটি গঠন করা হয়। ইসকিমের পূর্বের কমিটি ৩০৭বিঘা জমিতে গত মৌসুমের সেচ কার্যক্রম শেষে অবশিষ্ট ৪৫০০/- টাকা নতুন কমিটিকে বুঝিয়ে দেন। নতুন কমিটি প্রতি বিঘা হার নির্ধারণ করেছে-১২০০টাকা-২৬-১২-২০২১ইং হইতে-২৬-১২-২০২২ইং পর্যন্ত। বিএমডি এর এই গভীর নলকুপে (বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ -বিএমডি) কতৃক নিয়োগ প্রাপ্ত অপারেটর জাহানারা খাতুন দায়িত্বরত আছেন। কৃষকদের সম্মতিক্রমে কামরুত জামানকে সভাপতি, আঃ সামাদকে সাধারণ সম্পাদক ও সাজেদুর রহমান সাজুকে ক্যাশিয়ারসহ ১১ সদস্য বিশিষ্ট সেচ কমিটি নির্বাচিত করা হয়।