রাজশাহীর তানোর উপজেলা পরিষদ হলরুমে এমপি ওমর ফারুক চৌধুরীর অনুকূলে থাকা ২০২০-২০২১ অর্থ বছরের ঐচ্ছিক অর্থ বিতরণ করা হয়েছে। আজ(২৯জুন) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের ছোট হলরুমে এমপি অনুকূলে থাকা এ অর্থ বিতরণ করা হয়। জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবছরেও তানোর উপজেলা ৩০জন ব্যাক্তিকে এ ঐচ্ছিক অর্থ তুলে দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এমপির প্রতিনিধি হিসেবে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম সহ বিভিন্ন শ্রণী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ৩০জনকে ১০হাজার করে টাকা তুলে দেয়া হয়।