
জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
সিরাজগঞ্জের তাড়াশে মিম খাতুন (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৩ ডিসেম্বর সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে। সে ওই গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, কিশোরী মিম খাতুন তার মায়ের সঙ্গে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। ছুটিতে বাড়িতে চলে আসে। পরে তার মা তাকে নিয়ে ঢাকায় ফেরার কথা জানালে সে আরো দু-তিন থাকবে জানায়। এ সময় তার মা তাকে বকাবকি করলে সন্ধ্যার দিকে সবার অজান্তেই ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে রাতেই ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।