খন্দকার আমির হোসেন | শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট
১০ মে, ২০২৪ খ্রি. তারিখ নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার চেয়ারম্যান বাংলো, জাল্লারা নামক স্থানে আয়োজন করে। অনুষ্ঠানটি আয়োজনে বানিয়াছল বেতার বন্ধু সংসদ, নরসিংদী ও বেতার শ্রোতা ফাউন্ডেশন, নরসিংদী সহযোগিতা করেন।
বেতার শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠানে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, র্যা ফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থিত সকলের মন জয় করে। আলোচনা সভায় প্রধান অতিথি জনাব মো: আল-আমিন খান, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ বেতার, সদর দপ্তর তাঁর বক্তব্যে বেতারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথিগণও বেতারের অনুষ্ঠান শোনার সফলতা ও স্মার্ট বেতার নিয়ে তাদের বক্তব্যে উপস্থাপন করেন।
বেতার শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠানে শ্রোতাদের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপস্থিত শ্রোতাগণ কুইজের সঠিক উত্তর দিয়ে বেতার যন্ত্র উপহার হিসাবে লাভ করেন। সেই সাথে বানিয়াছল বেতার বন্ধু সংসদ, নরসিংদীর সৌজন্যে র্যা ফেল ড্র-তে উপস্থিত ১০জনকে আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।
বেতার শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠানটি জনাব মো: হোসাইন মুসা, সভাপতি, বানিয়াছল বেতার বন্ধু সংসদ, নরসিংদী ও চীফ এডমিন, বেতার শ্রোতা ফাউন্ডেশন, নরসিংদী এর সভাপতিত্বে পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: আল-আমিন খান, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ বেতার সদর দপ্তর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (১) জনাব শেখ রাসেল, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার সদর দপ্তর, (২) জনাব মো: শাহাদাত হোসেন, শ্রোতা নন্দিত ডিএক্সার, কিশোরগঞ্জ ও (৩) জনাব রোমান মোল্লা, জনপ্রিয় বেতার শ্রোতা ও কার্টুনিষ্ট, নারায়ণগঞ্জ।
বেতার শ্রোতা আনন্দমেলায় যে সকল বেতার শ্রোতারা উপস্থিত ছিলেন: ১. মোঃ হোসাইন মুসা, ২. আবুল কালাম, ৩. শওকত আলী, ৪. খোকন, ৫. আরিফুল ইসলাম, ৬. নাইম, ৭. আরমান মিয়া, ৮. জোনায়েত মনোয়ার সজীব, ৯. শীতল, ১০. মিতু ফারিয়া, ১১. মোসলিমা আক্তার, ১২. রুবেল মিয়া, ১৩. ফয়সাল সরকার, ১৪. সেলিম ভূইয়া, ১৫. মোঃ শাহীন মৃধা, ১৬. আবুল কাশেম, ১৭. কাজী লিজা আক্তার, ১৮. নাজমুল হক, ১৯. এসএম হাসমত উল্লাহ, ২০. দিগেন কুমার পাল, ২১. শহিদুজ্জামান, ২২. দিপক, ২৩. দিপিকা, ২৪. আনিছা, ২৫. জহিরুল ইসলাম, ২৬. সানি, ২৭. নাদিরুজ্জামান, ২৮. সৈয়দা মাহিদা আক্তার মীম, ২৯. তাসনোভা, ৩০. তাবাসসুম-আরাফ, ৩১. মোঃ ইলিয়াস হায়দার, ৩২. সামিয়া আক্তার, ৩৩. সুরুজ মিঞা, ৩৪. মেহেদী হাসান, ৩৫. সাদিক হাসান ফয়সাল, ৩৬. মোঃ শাহিন মিয়া, ৩৭. তাজুল ইসলাম, ৩৮. শরিফুল ইসলাম খোকন, ৩৯. মোঃ মামুন মিয়া, ৪০. আপেল মাহমুদ সুমন, ৪১. মোঃ বাবুল আফ্রাদ, ৪২. এমদাদুর রহমান, ৪৩. শরীফুল ইসলাম শরিফ, ৪৪. ওমর ফারুক সুমন, ৪৫. আশরাফুল ইসলাম মাসুদ, ৪৬. এখলাছ উদ্দিন, ৪৭. পারভেজ আলম, ৪৮. মোঃ নাঈম সরকার, ৪৯. হুমায়ুন কবির, ৫০. এম শিহাব মিয়া, ৫১. আব্দুল্লাহ আল নাহিদ, ৫২. মোখলেছুর রহমান, ৫৩. তাইজুল ইসলাম, ৫৪. শাখাওয়াত হোসেন, ৫৫. জাকির খান, ৫৬. খন্দকার আমির হোসেন, ৫৭. মুর্শিদুজ্জামান, ৫৮. মোঃ হাবিবুল্লাহ বেলালী, ৫৯.মোঃ রাছেল, ৬০. নাদিম মাহমুদ, ৬১. মোহাম্মদ আবদুর রহমান সবুজ, ৬২. জালাল উদ্দীন, ৬৩. রোমান মোল্লা, ৬৪. জমির উদ্দিন ভূঞা, ৬৫. ইসলাম উদ্দিন, ৬৬. হারুন অর রশিদ, ৬৭. ওসমান গনি, ৬৮. মোঃ সুমন মিয়া, ৯.সাইফুল ইসলাম, ৭০. মোঃ মাহমুদুল হাসান এমারত, ৭১. মোঃ মাহফুজুর রহমান টুটুল, ৭২. মোঙ শাহাদাত হোসেন, ৭৩. শফিকুল ইসলাম, ৭৪. জামাল আহমেদ সুবর্ণ প্রমুখ।
Posted ৮:৫০ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।