মোঃ আবু তাহের, তজুমদ্দিন (ভোলা) : | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | পড়া হয়েছে 75 বার
ভোলার তজুমদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
সকাল ১০ টায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চার বিকাশের প্রয়াসে , রচনা,বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এ সময় বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অংশ গ্রহন কারী ছাত্র ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয় চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও দ্বিতীয় হয় ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইন্জিনিয়ার অবঃ মোঃ ইউসুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম সাদীর সঞ্চালনায়,উপস্থিত ছিলেন তজুমদ্দিন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এম নূরুনবী ও চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক মোঃ নিজাম উদ্দিন, চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল দেবনাথ ,ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মোসাম্মৎ মিশু বেগম, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন সহঃ সভাপতি রফিকুল ইসলাম এ টি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোঃ জিহাদ , মোঃ আবুতাহের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র,ছাত্রীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১০:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel