• শিরোনাম

    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বারি পরিদর্শন

    রাহিমা আক্তার রিতাঃ মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বারি পরিদর্শন

    apps

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ মোট ৫৩ (তিপান্ন) জন শিক্ষার্থীর একটি দল আজ (০৭ নভেম্বর ২০২৩) মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

    শিক্ষার্থীর দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিমিয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এর প্রফেসর ড. এ এইচ এম মাহবুব লতিফ এবং প্রফেসর এম শফিকুর রহমান।

    এরপর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ বারি সেমিনার রুমে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন ও এর বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ এর আওতায় প্রচার কার্যক্রম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এএসআইসিটি বিভাগের এর কার্যক্রম ও সাফল্য সম্পর্কে ব্রিফিং প্রদান করেন কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মোনায়েম মিয়া এবং বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী ছাইদুর রহমান। দলটিকে কো-অর্ডিনেট করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান।

    বাংলাদেশ সময়: ৫:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ