শরীফ আহমেদ প্রতিবেদন: | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 55 বার
গতকাল শুক্রবার বিশেষ অভিযানে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ আদর (২৩) মোঃ সাগর (২২) মোঃ রাকিব (২০) মোঃ তারেক (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুঁইচ গিয়ার চাঁকু, ০৩টি ছুরি ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একই দিনে বিকেলে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকা কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম দিদারুল মেলকার (১৯) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি অত্যাধুনিক সুঁইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়।পরে অপরাধীদের নিকটস্থ থানায় সোপর্দ করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট সংস্থা কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২:১১ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel