রিপোর্টার খোরশেদ আলম | সোমবার, ২১ জুন ২০২১ | পড়া হয়েছে 115 বার
সোমবার (২১ জুন) সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ী মাদবর বাড়ীর খাঁন ইকুইপমেন্ট নামের একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামীন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মানিকপুর আমিনুল ইসলামের ছেলে। তিনি খাঁন ইকুইপমেন্ট গ্যারেজের একজন শ্রমিক।
পুলিশ জানায়, সকালে গ্যারেজে একটি গাড়ি পরিষ্কার করছিল আলামীন। এ সময় পানির মোটরে বিদুৎতের সংযোগ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন।পরে তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)আল-মামুন কবির বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার এলে তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ৯:০৯ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel