পাবনা প্রতিনিধি : | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
রাজধানী ঢাকায় পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশ’র এক আলোচনা সভা সিক্স সিজনস নামের একটি স্থানীয় হোটেলের কনফারেন্স রুমে বুধবার (১৩’অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়। পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেল সচিব সেলিম রেজা বিগত দিনের সংগঠনের পক্ষ থেকে পাবনার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বিষয়ে তুলে ধরেন। ইতোমধ্যে প্রসংসনীয় কাজের মধ্যে রয়েছে করোনাভাইরাস থেকে পাবনা মানুষদের সঠিক রোগ পরীক্ষার লক্ষে পিসিআর ল্যাব প্রতিষ্ঠা, শ্বাস কষ্টের রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান, সদর হসপিটালে নতুন এম্বুলেন্স ও বেড়া উপজেলায় ডাইবেটিস হসপিটাল প্রতিষ্ঠা করা। এছাড়াও পাবনার উন্নয়নে আগামীতে পাবনা-ঢাকা রেল যোগাযোগ, পাবনা মেডিকাল কলেজ হসপিটাল স্থাপন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার বিজ্ঞান বিভাগ চালুকরা, দ্বিতীয় পদ্মা সেতু আথবা টানেল কে পাবনার সঙ্গে সংযুক্ত করাসহ পাবনার উন্নয়নের বিভিন্ন বিষয় দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারন সম্পাদক রেল সচিব সেলিম রেজা। শেষে উপস্থিত সবাই পাবনার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে মনবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাশে থাকার জন্য আহবান জানানো হয়।
Posted ৫:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।