
মোঃ ওমর ফারুক, বিশেষ প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
ডেমরা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মরহুম আবুল কাসেম মেম্বার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে ডেমরা বাঁশের পুল এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরার সাব-রেজিস্ট্রার কাওসার খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ফাইজুল হক খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেমরা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাজহারুল হক, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ মোল্লা, মোহাম্মদ ইছহাক মিয়া, আলহাজ্ব মোহাম্মদ এরশাদ আলম, মাইনুল হাসান পবন, আব্দুল বারেক তালুকদার, সিরাজুল ইসলাম, মোঃ ছানাউল্লা মিয়া, মকিমুল ইসলাম সহ ডেমরা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ডেমরা সাব-রেজিস্ট্রি অফিসের প্রবীণ দলিল লেখক এবং সমিতির সাংগঠনিক সম্পাদক মরহুম মোঃ আবুল কাশেম মেম্বারের রুহের মাগফেরাত কামনা করেন।
এদিকে অনুষ্ঠানের কারণে দলিল লেখক সমিতির সমস্ত কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েন সেবাগ্রহীতারা।
এ বিষয়ে কথা বললে ঢাকা জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার প্রতিবেদক কে বলেন,দোয়া মাহফিল অনুষ্ঠান আধঘন্টা বা এক ঘন্টার জন্য হতে পারে এজন্য দলিল রেজিষ্ট্রি কার্যক্রম বন্ধ রাখা যৌক্তিকতা নেই,বিষয়টি আমি খোজ নিয়ে দেখছি।
Posted ৬:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।