রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ডুয়েটে “ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশন-২০২৫” অনুষ্ঠিত

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি    |   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট


ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশন-২০২৫ (আইটিআরসি-২০২৫) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত এ রিসার্চ কম্পিটিশনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ও বিজিমএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আইয়ূব নবী খান। কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জাপানের ফুকই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কোজি নিকানে এবং অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন আজকের এই সুন্দর আয়োজনের জন্য জাপান সরকারসহ ফুকই বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরা শিক্ষা, গবেষণা, প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর (এমওইউ) ও কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে দেশের অন্যতম একটি শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে কাজ করে যাচ্ছি। দিনে দিনে ডুয়েট বাংলাদেশের একটি অনন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে যার কৃতিত্ব এখানকার চৌকস গ্রাজুয়েটদের। আমরা ইতোমধ্যে প্রমাণ করেছি যে, শিক্ষা, গবেষণা, প্রকাশনা এবং জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ের পরামর্শের ক্ষেত্রে এবং প্রকল্প নীতি নির্ধারণে ডুয়েটের গ্রাজুয়েটরা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। তিনি আরো বলেন, একনেকে ডুয়েটের একটি বড় প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে যা বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ল্যাবরেটরিগুলোর আধুনিকীকরণ, পুরাতন ভবন সংস্কার, গবেষণা সুবিধা বাড়ানো সম্ভব হবে। এক্ষেত্রে জাপানের ফুকই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে রিসার্চ, ভিজিট, শিক্ষক-শিক্ষার্থী ও ষ্টাফ এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর উদ্যোগ চলছে।
বিশেষ অতিথির বক্তব্যে  উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, টেক্সটাইল উদ্ভাবন আর কেবল নান্দনিকতা এবং কমফোর্টের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ন্যানো প্রযুক্তি স্মার্ট পরিধেয়, বায়ো ইঞ্জিনিয়ারিং কম্পোজিট এবং আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স চালিত প্রডাকশন ইঞ্জিনিয়ারিং এর মতো সেক্টরগুলোতে বিস্তৃত। আমাদের অর্থনীতির মেরুদন্ড হিসেবে দীর্ঘদিন ধরে থাকা টেক্সটাইল শিল্প এখন নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। টেক্সটাইল শিল্পকে কার্যকরী করা ও টেক্সটাইল উদ্ভাবনের বানিজ্যিকীকরণ তরান্বিত করার জন্য শক্তিশালী ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি সহযোগিতা ও গবেষণা প্রয়োজন।
এর আগে জাপানের অধ্যাপকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও  উপ-উপাচার্য মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুকই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এমওইউ বিষয়ে মতবিনিময় করেন। সভায় ফুকই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত এমওইউ কে আরও অধিকতর সফল, শক্তিশালী ও কার্যকরী করার বিষয়ে আলোকপাত করা হয়। এসময় ডুয়েটের অনেক শিক্ষকই জাপান থেকে পিএইচডি সম্পন্ন করেছেন শুনে ফুকই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ আবেগাপ্লুত হন।
অধ্যাপক ড. কোজি নাকানে এবং অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসার ডুয়েটে আগমন উপলক্ষে সোসাইটি অব টেক্সটাইল রিসার্চ এন্ড ইনোভেশন বাংলাদেশ (এসটিআরআইবি) এর সহায়তায় ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশন-২০২৫ আয়োজন করে। এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ক গবেষকগণ তাদের গবেষণা প্রবন্ধ জমা দেন। এসব গবেষণা প্রবন্ধের মধ্য থেকে সেরা তিন গবেষককে পুরস্কৃত করা হয়; আর এ শ্রেষ্ঠ তিন গবেষক নির্বাচনের কাজটি অধ্যাপক ড. কোজি নাকানে এবং অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসা সম্পন্ন করেন।
Facebook Comments Box

Posted ১০:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins