
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: | বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট
আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই স্লোগানকে সামনে রেখে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ মার্চ) সকালে গার্ডিয়ান লাইফন ইনসুরেন্স, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: সহ কয়েকটি ইন্সুরেন্স কোম্পানী একত্রিত হয়ে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন, কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, সমবায় কর্মকর্তা জাহেদুল আলম সহ উপজেলা সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বীমাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Posted ৩:৫১ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।