বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

ডাকাতির ২৪ঘন্টার মধ্যেই ট্রাকসহ ৭ডাকাত আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:   |   শনিবার, ২২ মে ২০২১   |   প্রিন্ট

ডাকাতির ২৪ঘন্টার মধ্যেই ট্রাকসহ ৭ডাকাত আটক

সাতক্ষীরা থেকে ৪০৫বস্তা ভুষি নিয়ে সিরাজগঞ্জ শহরে ঢোকার পথেই কাজীপুর চৌরাস্তা মোড় থেকে আনুমানিক রাত দেড়টার দিকে চালক ও সহকারীকে মারধর করে ডাকাতি করে নিয়ে যায় একটি ট্রাক। সকালে ট্রাকের চালক ও সহকারী সিরাজগঞ্জ সদর থানায় এসে জানালে ২৪ঘন্টা পেরোনোর আগেই ট্রাক ও ভুষি সহ ৭জন আন্তজেলা ডাকাত সদস্যকে আটক করেছে সিরাজগঞ্জ পুলিশ। ২০মে দিবাগত রাতে কুষ্টিয়ার ভেরামারা থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়। ২১ মে (শুক্রবার) দুপুর সোয়া ১২টায় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার। ঘটনার বিবরণে তিনি বলেন, সিরাজগঞ্জের মো. আব্দুল মালেক নামে একজন ভুষি ব্যাবসায়ী সাতক্ষীরার ভোমরা থেকে ৪০৫বস্তা ভুষি কিনে সিরাজগঞ্জে আনছিলেন। ট্রাকটি ১৮মে সকালে সাতক্ষীরা থেকে রওনা হয়ে রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ কাজীপুর চৌরাস্তা মোড়ে এসে পৌঁছালে চালক ও সহকারী ট্রাকটি পার্ক করে ঘুমিয়ে পড়েন। এমতাবস্থায় ৪জন ব্যাক্তি চাকু ও ছোরা দেখিয়ে চর থাপ্পড় দিয়ে বের করে দুইজন তাদের সার্কিট হাউজের পিছনের মাঠে নিয়ে যায় ও সারারাত পাহাড়া দিয়ে ফজরের আযানের সময়ে পালিয়ে যায়। বাকি দুজন ট্রাক নিয়ে পালিয়ে যায়। তখন চালক ও সহকারী সকালে থানায় এসে বিষয়টি জানায় ও ব্যাবসায়ী আব্দুল মালেক থানায় এসে মামলা করেন। থানায় সংবাদ আসা মাত্র পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার এর সার্বিক তদারকি ও নির্দেশনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রযুক্তির ব্যাবহার ও বিভিন্ন এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখে ও বিভিন্ন সোর্সের মাধ্যমে লোকেশন ট্র্যাকিং করে ১৯মে দিবাগত রাতেই তাদের কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় মহাসড়কে চলন্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার ও ডাকাতদের আটক করে। আটককৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলেও জানানো হয়। গ্রেফতার অভিযানে সদর থানার উপ-পরিদর্শক মো. আবু জাফর, উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম ও উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে সর্বমোট ১০জন পুলিশ সদস্য অংশ নেন। মামলার বাদী ও ট্রাক চালকের কথা অনুযায়ী চারজন মিলে ডাকাতি সংগঠিত হয় জানা গেলেও উদ্ধার কার্যক্রমে জানা যায় এতে অন্তত ৫জনের অধিক জড়িত ছিল। আটককৃতরা হলেন, পাবনার ঈশ্বরদী থানার চর রূপপুর এলাকার খেরুমালের ছেলে নাসিম মাল রাজু (২১), পাবনার রাজাপুর এলাকার নজরুল মোল্লার ছেলে রফিক মোল্লা রকিব (১৯), কুষ্টিয়ার দৌলতপুরের তারাসনিয়া এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে ইমরান আলী (৫০), সিরাজগঞ্জের সয়া ধানগড়া জগাই মোড় এলাকার নূর ইসলামের ছেলে নয়ন শেখ (২৮), কুষ্টিয়ার জয়রামপুর এলাকার রব্বানের ছেলে রাজু আহমেদ (২৮), একই এলাকার মৃত সেকেন প্রামানিকের ছেলে শাহাবুল ইসলাম (৩০), দৌলতপুরের টলটলিপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে রোকনুজ্জামান (২৩)। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। এসময় ট্রাকসহ ট্রাকে থাকা ও তাদের দেখানো বিভিন্ন জায়গা থেকে সর্বমোট ৩৪২বস্তা ভুষি উদ্ধার করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | শনিবার, ২২ মে ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins