মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি; | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 48 বার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার সন্ধ্যা ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন,আইয়ুব আলী খাঁন, সাধারন সম্পাদক ড. টি এম মাহাবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক – এ্যাডভোকেট আবেদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুস সোবহান, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা বিএনপির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, বড়বাড়ী ইউনিযন বিএনপির নেতা জিল্লুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি হারুন অর রশিদ বক্তব্য রাখেন। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সকল নেতা-কর্মীদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দলের চেয়ার পারশন খালেদা জিয়াসহ সকল নেতা- কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায়।
আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত এবং দলের চেয়ারপারশন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেন।
বাংলাদেশ সময়: ৮:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel