• শিরোনাম

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত

    মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও | শনিবার, ০৫ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 74 বার

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত

    apps

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বর্ণাঢ্য র‍‍্যালি নানা আয়োজনের মধ্য দিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
    শনিবার দিবসটি উপলক্ষ্যে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালন করে।
    এ উপলক্ষে আজ (৫ নভেম্বর/২২) শনিবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের নেতৃত্বে উপজেলা পরিষদ হতে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়।
    অন্যান্যেদের মধ্য বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত মামুন শাহ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান ও ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এসময় এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন

    বাংলাদেশ সময়: ১১:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ