মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি : | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 49 বার
“ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি”- এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামুলক প্রচারাভিযান চালানো হয়। ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশ ও বালিয়াডাঙ্গী থানা পুলিশের উদ্যোগে এ প্রচারাভিযান চালানো হয়। প্রচারাভিযান চলাকালে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ও তার সঙ্গীয় ফোর্সকে নিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় উপস্থিত থেকে হেলমেটবিহীন মোটর বাইক চালকদের সতর্ক করেন, এবং তাদের হাতে সড়ক দূর্ঘটনা রোধে করণীয় শীর্ষক প্রচারপত্র তুলে দেন। এ সময় ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও বালিয়াডাঙ্গী থানার স্টাফরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, সড়ক দূর্ঘটনায় সবচেয়ে বড় কারণ হলো অসতর্কতা। আমরা যদি নিজেরাই সচেতন হই, তাহলে সড়ক দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে। পুলিশের ভয়ে নয় নিজেদের জীবন রক্ষার্থে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। হয়তো যে ব্যক্তি নিজের ভূলের কারণে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন, সেই ব্যক্তিই ঐ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি-এক্ষেত্রে তিনি নিজে তো মারা গেলেন সাথে পুরো পরিবারকে মৃত্যুর মুখোমুখি দাড় করিয়ে গেলেন। কাজেই আমরা চাই না, এমন ঘটনা কারও জীবনে ঘটুক, কোনো পরিবারে ঘটুক। তাই আসুন আমরা ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি।
বাংলাদেশ সময়: ৭:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel