| বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জে একটি ট্রেনের চাকা লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে ২নম্বর রেলগেট এলাকায় অবস্থিত বোস কেবিনের সামনে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা এ বিষয়ে গণমাধ্যমকে জানান, চাকা লাইনচ্যুত হয়েছে এটি ঠিক করতে সারাদিন এমনকি রাতও লেগে যেতে পারে। ঢাকা থেকে গাড়ি আসবে এরপর ঠিক হবে।
ত্রুটি ঠিক না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জের সঙ্গে রেল যোগাযোগ সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
Posted ৩:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।