টি এম এ হাসান সিরাজগঞ্জ | রবিবার, ১৪ নভেম্বর ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক চাপায় মেহেদী হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সাজা মালঞ্চি গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, মেহেদী হাসান নাটোর থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে মহিষলুটি এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় ঘাতক গাড়ি আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, নিহত মেহেদী হাসান স্বাস্থ্য অধিপ্তরের কর্মরত ছিলেন বলে জানা গেছে। ###
Posted ১২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।