টি এম এ হাসান সিরাজগঞ্জ: | রবিবার, ০৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের নলকার পূর্ব পাশের ২নং সেতুর পশ্চিমে চলন্ত ট্রাককে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কার ঘটনায় ২জন আহত হয়েছে। এদিকে মহাসড়কের যমুনা সেতু পশ্চিম থেকে পাচলিয়া বাজার এলাকা পর্যন্ত প্রায় ১৮কি.মি এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখার সময়ে রাত পৌনে ৪টায় সেখানে ফায়ার সার্ভিসের সদস্য ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে তাতক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস.আই) আমিনুল ইসলাম জানান, উত্তরবঙ্গগামী একটি ট্রাককে আরেকটি উত্তরবঙ্গগামী কাভার্ড ওভারটেক করতে গিয়ে ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও সহকারী হালকা আহত হন। তবে কাভার্ড ভ্যানের সামনের দিক ধাক্কা খেয়ে ভিতরের দিকে চলে আসায় চালক আটকে যান। পরে ফায়ারসার্ভিস এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। তবে তিনি আশংকামুক্ত আছেন বলেও জানান তিনি। তবে দূর্ঘটনা কবলিত গাড়িতে উদ্ধার অভিযান চলায় রাস্তা বন্ধ হয়ে পড়ে। এতে ঘটনাস্থল থেকে একদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও অন্যদিকে পাচলিয়া বাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এস.আই আমিনুল আরও বলেন, উদ্ধার অভিযান শেষ হলে রাস্তা থেকে দূর্ঘটনারত ট্রাক দুটি সরিয়ে নিলেই যানজট কেটে যাবে।
Posted ৫:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।