টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | বুধবার, ১৮ আগস্ট ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহ এলাকার মহাসড়কে ট্যাংকলরির চাপায় অটোরিকশার ২যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও এক জন। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী। বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উপজেলার গাড়াদহ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় একটি ট্যাংকলরি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এঘটনায় ৩জন অটোরিকশা যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আরও জানান, নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও ট্যাংকলরিটি আটকের চেষ্টা চলছে।
Posted ৬:১২ অপরাহ্ণ | বুধবার, ১৮ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।