| বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড এর ঢাকাস্থ গুলশান ২ নাম্বারে অবস্থিত ক্লাব অফিস পরিদর্শন করেন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম ও টুরিস্ট পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় ক্লাবের প্রেসিডেন্ট মিস্টার শাজাহান ভূঁইয়া রাজু, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আব্দুল হাফিজ এবং জেনারেল সেক্রেটারি জাহাঙ্গীর শিকদার উপস্থিত ছিলেন।
এ সময় তারা চায়না থেকে আগত বিভিন্ন পর্যটকদের সম্পর্কে তথ্য আদান প্রদান করেন এবং তাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম বিভিন্ন উপদেশ প্রদান করেন। পরবর্তীতে ক্লাব প্রেসিডেন্ট মিস্টার শাহজাহান ভূঁইয়া রাজু কে টুরিস্ট পুলিশের হট লাইন নম্বর সম্বলিত কাট আউট এবং এক্স ব্যানার প্রদান করা হয়। ভবিষ্যতে বাংলাদেশে ভ্রমণ করতে আশা চায়না নাগরিকদের নিরাপত্তা ও তথ্য সেবা নিয়ে টুরিস্ট পুলিশ ও বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Posted ৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।