টুঙ্গিপাড়া থেকে এস এম তরিকুল ইসলাম | শনিবার, ১২ মার্চ ২০২২ | প্রিন্ট
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন,
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি। এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ওমর ফারুক, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. সিরাজুল ইসলাম, একান্ত সচিব জুয়েল আহমেদ, একান্ত সচিব মোছা. নাদিরা আক্তার, বিবিএস -এর উপপরিচালক মো. আলমগীর হোসেন, মো. আরিফ হোসেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পৃথক পৃথকভাবে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর তারা বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে পৃথক পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।