এস এম তরিকুল ইসলাম , টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) | রবিবার, ০৬ মার্চ ২০২২ | প্রিন্ট
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।
আজ ৫ই মার্চ শনিবার সকাল ৯:৫৫ মিনিটে তিনি হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। এবং সকাল ১০:০০ ঘটিকায় জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
বিজিবির মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদরদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং গোপালগঞ্জের এএসপি খাইরুল আলম, এডিসি নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজিবির মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি ২০২২ তারিখ অপরাহ্নে মেজর জেনারেল সাকিল আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
টুঙ্গিপাড়া,গোপালগঞ্জ।
Posted ১:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।