প্রদীপ কুমার দেবনাথ | বুধবার, ০৩ জুলাই ২০২৪ | প্রিন্ট
নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে যারা কর্মহীন যাদের আয় রোজগার নেয় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন তাদের খুঁজে বের করে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার থেকে রাত দশটা পর্যন্ত আমলাব ও নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি করে চাউল তাদের হাতে তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিম |
এ সময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মো. কাউসার কাজল, বেলাবো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায় দিনের বেলাবো উপজেলা প্রতিনিধি আমিনুল হক।
চাল বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন টানা বৃষ্টিতে যারা আয় রোজগার করতে পারছেন না, হতদরিদ্র ও অসচ্ছল তাদের খুঁজে বের করে আমি স্ব উদ্যোগে ১০ কেজি করে চাউল দিতে পেরেছি। এটা আমার সৌভাগ্য। অসহায় মানুষগুলো ১০ কেজি চাউল পেয়ে পরিবার পরিজন নিয়ে কিছুটা হলেও তাদের সংসারে স্বস্তি ফিরে আসবে ।
Posted ১:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।