সোহেল রানা, টাঙ্গাইল: | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
টাঙ্গাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গনপ্রকৌশল দিবস উদযাপন করা হয়েছে। । বুধবার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল আইডিইবি কার্যালয়ে গনপ্রকৌশল দিবস ২৩ উদযাপন করা হয়। গনপ্রকৌশল দিবস ২৩ উদ্যাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের ভিবিন্ন রাস্তা প্রদক্ষিন করে টাঙ্গাইল আইডিইবির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন।
টাঙ্গাইল আইডিইবি এর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ ও টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন। টাঙ্গাইল আইডিইবি এর জেলা শাখার সাধারন সম্পাদক মীর মো. হোসেন চুন্নু পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল আইডিইবি এর জেলা শাখার সহ সভাপতি এস এম আব্দুল মান্নান তালুকদার, যুগ্ন সম্পাদক এ এইচ এম জাহাঙ্গীর আলম খান, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ রানাসহ আইডিইবি জেলা শাখার সকল সদস্য, টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক, ছাত্র প্রমূখ।
Posted ৯:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।